বাংলাদেশের পাখি - পাখি পরিচিতি ও লালন পালন || Birds of Bangladesh || Friends Agro Farm

বাংলাদেশের পাখি - পাখি পরিচিতি ও লালন পালন || Birds of Bangladesh || Friends Agro Farm 


বাংলাদেশ পাখ পাখালির দেশ। জীব বৈচিত্রের অনন্য লীলাভূমি আমাদের এই সবুজ শ্যামল বাংলাদেশ। এখানে নানান প্রকার প্রাণীকুলের সাথে রয়েছে নানান প্রজাতির পাখিও। যা আমাদের পরিবেশের অসাধারণ অংশিদার।

বাংলাদেশের পাখির তালিকায় এ পর্যন্ত মোট ৭৪৪ টি পাখি অন্তর্ভুক্ত করা হয়েছে। এ সমস্ত পাখির মধ্যে গত দুই শতকে বাংলাদেশে ছিল (কিন্তু এখন বর্তমান নেই) এবং বর্তমানে আছে এমন পাখিও অন্তর্ভুক্ত রয়েছে। এমন পাখির সংখ্যা মোট ৬৫০টি। আমরা সবগুলো পাখি নিয়ে 

আলোচনা করা সম্ভব নয়; তাই মোটের উপর কয়েকটি পাখি নিয়ে কথা বলব।

বাংলাদেশের পাখি - পাখি পরিচিতি ও লালন পালন || Birds of Bangladesh || Friends Agro Farm


পরিচিত পাখি:

এতগুলো পাখির মধ্যে কিছু পাখি আমাদের পরিচিত রয়েছে। যেমন -  দোয়েল, কোকিল, ময়না, টিয়া, কাক, পায়রা, বিল, মাছরাঙা, কাকাতুয়া, বাবুই, কাঠঠোকরা, চড়ুই, টুনটুনি, বুলবুলি, বউ কথা কও, শালিক, ঘুঘু, বক—এসব আমাদের পরিচিত পাখি। এগুলো 

আমরা বড় হওয়ার সাথে সাথে আমাদের চারপাশে দেখতে দেখতে চিনে ফেলি। অনেকে তো বাল্যকাল থেকে এসবের অনেক পাখি শিকারও করে থাকে।


গানের পাখি:

কিছু পাখি থাকে যাদের সুরেলা কন্ঠ, আর সুমধুর তালে কুহুকুহু গানে গ্রাম মাতিয়ে রাখে। আমরা তাদের বলি গানের পাখি।

গানের পাখির মধ্যে অন্যতম দোয়েল। দোয়েলের মতো গানের গলা খুব কম পাখিরই আছে। দোয়েল আমাদের জাতীয় পাখি। শীতের শেষে বসন্ত ঋতুর আগমনী বার্তা নিয়ে আসে কোকিল। তাই কোকিলকে বলা হয় বসন্তের দূত। গানের পাখির মধ্যে সবচেয়ে ছোট টুনটুনি। 

দেখতে ছোট হলেও টুনটুনির গানের গলা বেশ মিষ্টি আর জোরালো। আমাদের সেই বাল্যকাল থেকেই এসব গানের পাখির সাথে পরিচয় ঘটে। আমরা তাদের খুব পছন্দও করি।

শ্যামা, বুলবুলি, বউ কথা কও—এরাও খুব সুন্দর গানের পাখি। আমরা এদেরও ভুলে যাবো না।


শিকারি পাখি:

কিছু পাখি থাকে এদেরকে আমরা শিকারী পাখি বলে চিনি। যেমন -মাছরাঙা, বাজপাখি, শকুন, চিল, বক—এসব শিকারি পাখি। মাছরাঙা পুকুরপাড়ে মাটির গর্তে বাস করে আর সুযোগ বুঝে পানিতে টুপ করে ডুব দিয়ে ছোট মাছ ধরে খায়। 

বাজ আর চিল নির্দিধায় সুউচ্চ আকাশের অনেক উঁচুতে উড়লেও শিকারের খোজে তিক্ষ্ণ দৃষ্টি থাকে নিচে তার শিকারের দিকে। 


ঝিল-পুকুরের পাখি:

বাংলাদেশ নদী নালা, খাল বিলের দেশ। কিছু পাখি থাকে যারা এমনসব জলাশয়ে বসবাস করে । যেমন - পানকৌড়ি, হাঁস, সারস, কোঁড়া—এসব ঝিল-পুকুরের পাখি। এরা শামুক, ছোট মাছ ও জলের পোকামাকড় খেয়ে থাকে।। এদেরকে আমরা ঝিল-পুকুরের পাখি বলে জানি।


পোষা পাখি:

আদিকাল থেকেই মানুষ পশু পাখির প্রেমে পড়ে। মায়ায় পড়ে। এই মায়া আর প্রেম থেকেই তারা বিভিন্ন প্রকার পশু - পাখি নিজেদের পরিবারভূক্ত করে নেয়। এমন কিছু পাখি হলো -

ময়না, টিয়া, কাকাতুয়া, শ্যামা, শালিক, ঘুঘু পায়রা—এসব পাখি ঘরে পোষা যায়। পোষা পাখির মধ্যে ময়না মজার পাখি।

 এসব পাখি মানুষের অনুকরণে নানা রকম শব্দ - গান করতে পারে। টিয়ে পাখির পালক হলদে শ্যামল, ঠোঁট লাল রঙের এরা দেখতে বেশ ভাল লাগে। শালিক, ঘুঘু ও কবুতর খুবই নিরীহ প্রজাতির পাখি।

বাংলাদেশের পাখি - পাখি পরিচিতি ও লালন পালন || Birds of Bangladesh || Friends Agro Farm


গৃহপালিত পাখি:

এছাড়াও যুগ যুগান্ত ধরে মানুষ কিছু পাখ-পাখালি মানুষ তাদের নিজেদের গৃহে লালন পালন করে থাকে, নিজেদের প্রয়োজনে অথবা সখের বশে। যেমন - মুরগি, হাঁস গৃহপালিত পাখি। এসব পাখি বাংলাদেশের প্রায় ঘরে দেখতে পাওয়া যায়। হাঁস ও মুরগির ডিম আমাদের খুবই প্রিয় এবং পুষ্টিকর খাবার। আমারা আমাদের প্রয়োজনেরই এদের লালন পালন করে থাকি।


পাখি সম্পর্কিত কিছু কিওয়ার্ড:

  • পাখি রচনা
  • পাখি পরিচিতি
  • পাখি দিয়ে বাক্য
  • পাখি সম্পর্কে ১০টি বাক্য
  • বাংলাদেশের সবচেয়ে সুন্দর পাখি
  • টিয়া পাখি
  • পাখি ভিডিও
  • পাখি পিক
  • বাংলাদেশের পাখির ছবি ও নাম
  • বাংলাদেশের পাখি রচনা
  • বাংলাদেশের পাখি pdf
  • বাংলাদেশের পাখির তালিকা
  • পাখির নামের লিস্ট
  • বাংলাদেশের পাখি ৭ম শ্রেণি
  • বাংলাদেশের পাখি রচনা ক্লাস 4
  • বাংলাদেশের পরিযায়ী পাখির নামের তালিকা
  • Common birds of bangladesh
  • Birds of Bangladesh paragraph
  • Birds of Bangladesh with Bangla name
  • Birds of Bangladesh pdf
  • Birds of bangladesh with names
  • Birds of Bangladesh book
বাংলাদেশের হরেক প্রকার পাখি নিয়ে  এত ছোট কোন লেখায় বিস্তারিত আলোচনা সম্ভব নয়। আমরা শুধুমাত্র একটি প্রাথমিক আলোচনা করেছি। আশা করি পাখি প্রেমী মানুষ যারা, তারা বিস্তারিত জানতে নানান উৎস ব্যবহার করবেন।

Previous Post
No Comment
Add Comment
comment url