ঈগল পাখি ও তার বৈশিষ্ট্য || Eagle characteristics and some eagle bird's photo || Friends Agro Farm

ঈগল পাখি ও তার বৈশিষ্ট্য || Eagle characteristics and some eagle bird's photo || Friends Agro Farm

আমাদের দেশে নানান প্রজাতির পাখি বসবাস করে। এদের কিছু বন্য, কিছু পালিত। আমাদের চারপাশে, এমনকি ঘরের কোণেও কিছু পাখি বসবাস করে যেমন : চড়ুই পাখি, শালিক ইত্যাদি। আমারা সাধারণত কিছু পরিচিত পাখিই চিনি। বিশেষ করে দোয়েল আমাদের জাতীয় পাখি। চড়ুই,টুনটুনি, মাচরাঙ্গা ইত্যাদি।

আজকে আমরা আলোচনা করবো একটি শিকারি পাখি নিয়ে। তা হলো- ঈগল পাখি।

ঈগল পাখি সম্পর্কে কিছু কিওয়ার্ডস: ঈগল পাখির ছবি HD ঈগল পাখির জীবনী ঈগল পাখি কত বছর বাঁচে ঈগল পাখির বাচ্চা ঈগল পাখি নিয়ে উক্তি ঈগল পাখির বৈশিষ্ট্য ঈগল পাখির বাসস্থান ঈগল পাখির বৈজ্ঞানিক নাম Golden Eagle Eagle birds list Types of eagle birds Bald eagle Eagles photos birds Eagle characteristics Eagle food Eagle birds identification


ঈগল পাখি:

ঈগল এক ধরনের বড় আকারের পাখি। এই জাতিয় পাখি যথেষ্ট শক্তিধর এবং দক্ষ শিকারি হয়ে থাকে। আজ আমরা এই পাখিটি সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করবো।


ঈগল পাখির বসবাস:

ঈগল জাতীয় পাখিগুলো সাধারণত বনে, ঘন জঙ্গল বা পাহাড়ী এলাকায় বসবাস করে থাকে। ্রা লোকালয় থেকে যতদূর সম্ভব দূরে থাকতে পছন্দ করে। নদী সাগর অববাহিকায় যেখানে পাড়ার আছে, এমন সব জায়গা এরা সবচেয়ে বেশি পছন্দ করে।


ঈগল প্রজাতি ও খাদ্য:

বর্তমান পৃথিবীতে প্রায় ৬০ প্রজাতির ঈগল দেখতে পাওয়া যায়। বাংলাদেশে এদের কয়েকটি প্রকার রয়েছে মাত্র। এরা  বানর, ছোট জাতের পাখি, টিকটিকি, মাছ, হাঁস-মুরগির ছানা খেয়ে জীবন ধারণ করে থাকে। সাধারণত এরা মরা পাখি বা প্রাণী খায় না।

একটি পূর্ণবয়স্ক ঈগলের ওজন প্রায় ৩০ কেজি পর্যন্ত হতে পারে। লম্বায় এরা প্রায় ৩০-৩৫ ইঞ্চি। পূর্ণবয়স্ক সুস্থ ঈগল সাড়ে চার কিলোমিটারের বেশি ওপরে উঠতে পারে। পাখিদের মধ্যে এরা অত্যন্ত শক্তিধর পাখি।  ঈগল ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিতে উড়তে পারে।

ঈগল পাখি সম্পর্কে কিছু কিওয়ার্ডস: ঈগল পাখির ছবি HD ঈগল পাখির জীবনী ঈগল পাখি কত বছর বাঁচে ঈগল পাখির বাচ্চা ঈগল পাখি নিয়ে উক্তি ঈগল পাখির বৈশিষ্ট্য ঈগল পাখির বাসস্থান ঈগল পাখির বৈজ্ঞানিক নাম Golden Eagle Eagle birds list Types of eagle birds Bald eagle Eagles photos birds Eagle characteristics Eagle food Eagle birds identification


শীতকালে এরা তুলনামূলক কম শীত রয়েছে এমন দেশ বা এলাকায় চলে যায়। এরা প্রচন্ড শীত সহ্য করতে পারে না।  এরা লোকালয় থেকে দূরে এবং কমপক্ষে ১০০ ফুট ওপরে গাছের ডালে বাসা তৈরি করে নিজেদের জন্য। প্রজাতি ভেদে ঈগল এক থেকে পাঁচটি পর্যন্ত ডিম পাড়ে। এবং বাচ্ছা দেয়। ফলে ঈগল তার বংশ বিস্তারে নিজেরাই ভূমিকা রাখে।


ঈগলের কিছু বৈশিষ্ট্য:

বলা হয়ে থাকে যে, ঈগলের দৃষ্টিশক্তি মানুষের দুষ্টিশক্তির চেয়ে পাঁচ গুণ বেশি। অন্তত তিন মাইল দূরের বস্তুকেও তারা স্পষ্ট দেখতে পারে এবং তার শিকারের জন্য উপযুক্ত কিনা চিনে নিতে পারে।

  • ঈগল গড়ে প্রায় ২০ বছর বাঁচে।
  • খাঁচায় বন্দি এবং চিড়িয়াখানার ঈগলরা আরও বেশি দিন বাঁচে।
  • ঈগল কখনও ছোট পাখিদের সঙ্গে মেশে না বা ওড়ে না। 
  • ঈগল সর্বদা জীবিত প্রাণী খায়। 
  • আগে থেকে মৃত বা পচে যাওয়া খাবার এরা খায় না।
  • ঈগল কান্না করতে পারে না। 
  • ওরা সাঁতারও জানে না।

ঈগল পাখি সম্পর্কে কিছু কিওয়ার্ডস: ঈগল পাখির ছবি HD ঈগল পাখির জীবনী ঈগল পাখি কত বছর বাঁচে ঈগল পাখির বাচ্চা ঈগল পাখি নিয়ে উক্তি ঈগল পাখির বৈশিষ্ট্য ঈগল পাখির বাসস্থান ঈগল পাখির বৈজ্ঞানিক নাম Golden Eagle Eagle birds list Types of eagle birds Bald eagle Eagles photos birds Eagle characteristics Eagle food Eagle birds identification


ঈগল পাখি সম্পর্কে কিছু কিওয়ার্ডস:

  • ঈগল পাখির ছবি HD
  • ঈগল পাখির জীবনী
  • ঈগল পাখি কত বছর বাঁচে
  • ঈগল পাখির বাচ্চা
  • ঈগল পাখি নিয়ে উক্তি
  • ঈগল পাখির বৈশিষ্ট্য
  • ঈগল পাখির বাসস্থান
  • ঈগল পাখির বৈজ্ঞানিক নাম
  • Golden Eagle
  • Eagle birds list
  • Types of eagle birds
  • Bald eagle
  • Eagles photos birds
  • Eagle characteristics
  • Eagle food
  • Eagle birds identification


উপসংহার:

ঈগল হলো এমন শক্তিধর এক প্রকার পাখি, যারা দীর্ঘ হায়াত লাভ করে এবং অন্য পাখিদের সাথে তার সাধারণত তুলনা হয় না। এরা প্রচণ্ড শক্তি রাখে এবং দারুনভাবে নিজেদের খাদ্যের প্রয়োজনে শিকার করে থাকে। পৃথিবীর কয়েকটি দেশের প্রধান সিম্বল এই  ঈগল পাখি। অনেকে এই পাখিকে শক্তির প্রতিক হিসাবে গন্য করে থাকে। তাই পৃথিবীর অনেক মানুষ বিশেষত খেলোয়র ও ভ্রমণকরা মানুষরা ঈগলের টেটো নিজেদের শরীরে আঁকে। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url