কালিম পাখি - Purple Swamphen || কালিম পাখি পালন পদ্ধতি || Friends Agro Farm

কালিম পাখি - Purple Swamphen || কালিম পাখি পালন পদ্ধতি || Friends Agro Farm


কালিম পাখি মুরগির আকারের বেগুনি রঙের একটি দেশীয় বিলুপ্ত প্রায় পাখি। এই পাখিটির  দৈর্ঘ্য কমবেশি ৪৫ সেমি, ডানা ২৬ সেমি, ঠোঁট ৪.৫ সেমি, পা ৯ সেমি, লেজ ১০ সেমি ও ওজন ৬৫০ থেকে 800 গ্রাম হয়ে থাকে।

kalim pakhi, kalim pakhi price in bd, কালিম পাখির খামার, অনিন্দ্য সুন্দর কালিম পাখির খামার, পাখির খামার, কালিম পাখি, কালিম পাখির খামার করে সফল, কালিম পাখির দাম, kalim pakhir khamar, কালিম পাখি পালন পদ্ধতি, kalim pakhi palan,


এ পাখির বাংলা নামঃ 

কালিম, ইংরেজি নামঃ পার্পল সোয়াম্পহেন, (Purple Swamphen)


কালিম পাখির বাসস্থান ও জীবন চক্র:


কালিম পাখি হাওর, বিল, নলবন ও তৃণপূর্ণ স্রোতহীন জলাভূমিতে বিচরণ করে। যেসব জায়গায় ভাসমান বা অর্ধভাসমান পানা, গুল্ম , লতা, শাপলা ইত্যাদি প্রচুর পরিমাণে রয়েছে সেসব জলাশয় এদের পছন্দের বিচরণস্থল। 

এছাড়াও লোনা পানির জলাশয়, কাদাভূমি, ধানক্ষেত, বনের ধারে ও মৌসুমী জলাশয়গুলোতেও এরা বিচরণ করতে পারে। অনেকে মনে করে কালিম পাখি - অতিথি পাখি, েএটি মোটেও সঠিক নয়। এ পাখিটি আবহমান কাল থেকেই আমাদের দেশের দেশীয় পাখি।

কালিম Purple Swamphen ডিম পাড়ে ৩-৬টি। ডিম ফুটতে সময় লাগে ১৮-২০ দিন। ডিমে তা দেয়ার দায়িত্ব স্ত্রী পাখির ওপরে বর্তালেও ওই সময়ে পুরুষ পাখিটি বাসার কাছাকাছি অবস্থান করে স্ত্রী পাখিকে সঙ্গ দেয়। তার পাহাড়াদারী করে। 

কালিম পাখির খাদ্যতালিকার বড় অংশ জুড়ে রয়েছে জলজ উদ্ভিদ ও তৃণলতার কচি পাতা ও ডগা।

এর প্রধান খাদ্য বীজ, শস্যদানা, কচি ঘাস, কচি পাতা, তৃণমূল, জলজ উদ্ভিদ ও তার নরম কাণ্ড, শাপলা ইত্যাদি। 

এছাড়া কালিম পাখি জলজ পোকামাকড় ও পোকামাকড়ের লার্ভা, মাকড়শা, কেঁচো, জোঁক, শামুক, চিংড়ি, ব্যাঙ, ব্যাঙাচি, ছোট মাছ, মাছের ডিম ইত্যাদি খায়।


কালিম পাখির দাম কতো: 

বর্তমান বাজারে পাখি খামারিদের দেয়া তথ্য অনুযায়ী একজোড়া কালিম পাখির দাম 4/6 হাজার টাকা। দামের তারতম্য হতে পারে পাখিদের বয়স অনুযায়ী। 

kalim pakhi, kalim pakhi price in bd, কালিম পাখির খামার, অনিন্দ্য সুন্দর কালিম পাখির খামার, পাখির খামার, কালিম পাখি, কালিম পাখির খামার করে সফল, কালিম পাখির দাম, kalim pakhir khamar, কালিম পাখি পালন পদ্ধতি, kalim pakhi palan,


কালিম পাখির সম্পর্কিত কিছু কিওয়ার্ডস:

  • kalim pakhi,
  • kalim pakhi price in bd,
  • কালিম পাখির খামার,
  • অনিন্দ্য সুন্দর কালিম পাখির খামার,
  • পাখির খামার,
  • কালিম পাখি,
  • কালিম পাখির খামার করে সফল,
  • কালিম পাখির দাম,
  • kalim pakhir khamar,
  • কালিম পাখি পালন পদ্ধতি,
  • kalim pakhi palan,


উপসংহার:

সর্বশেষ বলা চলে যে, কালিম পাখি পৃথিবীর সুন্দরতম পাখিগুলোর মাঝে অন্যতম একটি পাখি। এটি দেখতে বেশ চমৎকার লাগে। আবহমান কাল থেকে কালিম পাখি আমাদের দেশের হাওর বাওড়, জলাভূমিতে বসবাস করে আসছে।

সময়ের ব্যবধানে এ পাখিটি এখন বিলুপ্ত প্রায়। এটি বর্তমানে পাখি শিকারী ও খামারীদের পোষ্য  পাখিতে পরিণত হয়েছে। 

Next Post
No Comment
Add Comment
comment url